কর্ণফুলী নদীকে নিয়েও গবেষণা দরকার

বিশ্ব পানি দিবসে অনুষ্ঠানে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৩৭ পূর্বাহ্ণ

হালদা নদীকে যেভাবে গুরুত্ব দিয়ে গবেষণা হচ্ছে ঠিক সেভাবে কর্ণফুলী নদীকে নিয়েও গবেষণার দরকার বলে মন্তব্য করেছেন বিশ্ব পানি দিবসে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। গতকাল সোমবার বিশ্ব পানি দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স হলে ওয়াসা ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রে (ডিএসকে)র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করা হয়। দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাতের সভাপতিত্বে প্রফেসর ড. মুহাম্মদ ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান। চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুল ইসলাম। আইইবি, চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম শহীদুল আলম। প্রধান অতিথি বলেন, পানির অপচয় রোধ ও বিকল্প উৎস থেকে নিরাপদ পানি সংগ্রহের মাধ্যমে আমাদের প্রয়োজন মেটাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় ও সহায়তায় চট্টগ্রামে পানি ঘাটতি মেটাতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অংশ হিসেবে শেখ হাসিনা পানি শোধানাগার-১ ২০১৭ সালে উদ্বোধন করা হয়েছে এবং মদুনাঘাট এলাকায় শেখ রাসেল পানি শোধানাগার ২০১৯ সালে উদ্বোধন করা হয়েছে। এরপর আমরা পুরাতন পানির লাইনগুলো সংস্কার করছি যাতে নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যায়। তিনি আরো বলেন, নতুন পানির লাইন সংস্কার করতে গিয়ে সাধারণ মানুষ কিছুটা দুর্ভোগে পড়ে সেটা সত্য। কিন্তু তা আমাদের মানতে হবে। মানুষ যদি ঠিকমত পানি না পায় তাহলে তো সাধারণ মানুষকে আরো বেশি দুর্ভোগে পড়তে হবে। নতুন পাইপ লাইনের কাজ শেষ হলে আগামী ১ বছর পর থেকে আর নতুন করে রাস্তা কাটতে হবে না বলেও জানান তিনি। আলোচনা সভার শুরুতে পানি দিবসের তাৎপর্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন চুয়েট প্রফেসর ড. আয়শা আকতার। ‘ভ্যালুয়িং ওয়াটার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশ পানি এবং টেকসই উন্নয়ন পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পানি ছাড়া যেমন আমাদের জীবন অচল তেমনি জলবায়ু ও প্রকৃতি যা আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তার স্বাভাবিক প্রবাহের জন্য ও পানি অপরিহার্য। পানি ব্যবস্থাপনার উপর খাদ্য নিরাপত্তা অনেকাংশ নির্ভর করে আমাদের কৃষি, বনজসম্পদ, প্রাণী ও মৎস্য সস্পদ উন্নয়নে পানিই প্রধান উপাদান। আলোচনা সভায় আরো বক্তব্য দেন, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি (প্রশাসন) বেগম তাহেরা ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম। ডিএসকের প্রজেক্ট অফিসার উজ্জ্বল শিকাদার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. গোলাম তৌফিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৫৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অগ্রগতি আজ বহির্বিশ্বেও প্রশংসিত