সিপিডিএলের স্টারক্লাস প্রকল্প ‘পার্ক রেসিডেন্স-দ্যা লিভিং পয়েট্রির’ আত্মপ্রকাশ ঘটলো নগরীর অভিজাত আবাসিক এলাকা পাঁচলাইশে। জমকালো আয়োজনে ফ্ল্যাট মালিকদের পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর ফলে প্রকল্পটির যথাযথ বাস্তবায়নের মধ্যে দিয়ে সিপিডিএল চট্টগ্রামের আবাসনে যুক্ত করলো আরও একটি স্টারক্লাস লাইফস্টাইল প্রপার্টি। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল উপস্থিত ফ্ল্যাট মালিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ একটি সামাজিক বন্ধন সৃষ্টি করা, যেখানে বর্তমানে শহরের ফ্ল্যাটগুলোর মাঝে দূরত্ব একটি দেয়াল হলেও মানবিক দূরত্ব দিন দিন বাড়ছে, সে সময়ে গতানুগতিক নাগরিক জীবনধারা থেকে ভিন্নতা সৃষ্টি করে সিপিডিল প্রয়াস পেয়েছে পারস্পরিক সমপ্রীতির বন্ধনে আবদ্ধ একটি বসতি গড়ার। এই আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিলো লিভিং পয়েট্রির প্রতিটি ফিচার ফ্ল্যাট মালিকেরাই নিজ হাতে আনুষ্ঠানিক উন্মোচন করেন। কার্নেলিয়ান কোভ বা কমিউনিটি হল, ফিটনেস ক্যান্টো বা সম্পূর্ণ ইকুইপড জিমনেসিয়াম, ওয়েভস অফ লাইফ বা সুইমিং পুল এবং জাকুজি, ক্লাব হাউজ, জয় পার্ক বা বাচ্চাদের খেলার জায়গা, পোর্টিকো লাউঞ্জ, চারকোল বা বারবিকিউ এরিয়া, স্কাইপার্ক বা রুফটপ ওয়াকওয়ে ইত্যাদি প্রতিটি ফিচার সকলে মিলে উপভোগ করেন। সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন আশা প্রকাশ করেন সযত্নে সৃষ্ট এই প্রকল্পের প্রতিটি আয়োজন সকলে যথাযথ ব্যবহার করবেন, উপভোগ করবেন প্রশান্তিময় ও আনন্দময় একটি জীবন। পরিবারের অন্য সকল গ্রাহক সদস্যদের মতো এই প্রকল্পের সদস্যগণের সেবা চাহিদা পূরণে সিপিডিএল পরিবার সর্বদা পাশে থাকবে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












