রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টদের ট্রেনিং প্রোগ্রাম

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:১৯ পূর্বাহ্ণ

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর প্রেসিডেন্টদের (ইলেক্ট) ট্রেনিং প্রোগ্রাম গত ১৯ ও ২০ মার্চ শ্রীমঙ্গলের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে ১২৫টি ক্লাবের প্রেসিডেন্টগণ অংশগ্রহণ করেন। রোটারি জেলা ৩২৮২ এর জেলা গভর্নর (ইলেক্ট) রোটারিয়ান আবু ফয়েজ খান চৌধুরীর তত্ত্বাবধানে এই ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রোটাবর্ষ ২০২১-২২ এ ক্লাব পরিচালনায় প্রেসিডেন্টদের দক্ষতা, কর্ম পরিকল্পনা এবং রোটারির ভাবমূর্তি কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়। এতে প্রধান প্রশিক্ষক আইপিডিজি কর্নেল (অব.) আতাউর রহমান পীরের নেতৃত্বে প্রশিক্ষণ প্রদান করেন ডা. মঞ্জুর, ইঞ্জিনিয়ার লতিফ, তৈয়ব চৌধুরী, দিলনাশি মহসিন, মাহফুজুল হক, সামিনা ইসলাম, সামশুল হক দিপু, সানিউল ইসলাম, ফায়সাল আহমেদ প্রমুখ।
শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্য সার্টিফিকেট এবং সেরা প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয়। এতে রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের প্রসিডেন্ট (২০২১-২২) রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী সেরা প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কৃত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোগলটুলিতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৮
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সভা