স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কর্ণফুলী উপজেলায় প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা। কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৭ মার্চ উপজেলার এ জে চৌধুরী ডিগ্রি কলেজে আখতারুজ্জামান চৌধুরী বাবু আন্তর্জাতিক এ র্যাপিড দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে বাংলাদেশ দাবা ফেডারেশন, চট্টগ্রাম দাবা কমিটি ও সিসিপিএ। প্রতিযোগীতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় প্রাইজমানী ও ট্রফি দেয়া হবে। নিবন্ধন ফি : ১০০ টাকা। খেলায় অংশ গ্রহণের জন্য ও যাবতীয় বিষয় জানতে মির্জা আরিফুর রহমান (০১৭৪৬৯০২১৭৯) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।