২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, জাতির একটি চরম ক্রান্তিলগ্নে আমাদের জাতীয় জীবনে আবির্ভাব হয় জিয়াউর রহমানের। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা জাতিকে উজ্জীবিত করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কারও দয়ার দান নয়, এটা তার অর্জন। গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, জনগণের নাগরিক সমস্যা সমাধানে সরকারের ভ্রুক্ষেপ নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকার শহীদ জিয়ার খেতাব বাতিলের মত ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত। জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্র বন্ধ করা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনউদ্দীন রাশেদ, হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মুর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভুইয়া, প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপৃথক দুর্ঘটনায় নিহত ৩
পরবর্তী নিবন্ধলকডাউন বা সাধারণ ছুটির কোনো সিদ্ধান্ত হয়নি : সরকার