প্যানেল মেয়র নির্বাচিত হয়ে ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আজাদীকে জানান, প্যানেল মেয়র হিসেবে নগরবাসীর ভালোবাসা অর্জন করতে পারাটাই হলো আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। দীর্ঘদিন ধরে চসিকের কাউন্সিলর হিসেবে সততা ও আন্তরিকতার সাথে জনগণের ভালোবাসায় দায়িত্ব পালন করেছি। এবার কাউন্সিলর ভাই-বোনরা আমাকে প্যানেল মেয়র নির্বাচিত করেছেন। তারা আমাকে যোগ্য মনে করেছেন। আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিয়েছেন-এজন্য আমি আমাদের শ্রদ্ধেয় মেয়র এবং সহকর্মী কাউন্সিলর ভাই-বোনদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহানগরীর এই জনপদ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দীর্ঘদিনের চেনা। এই পরিসরে জনগণের আস্থা ও বিশ্বাস নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চাই। প্যানেল মেয়র হিসেবে দায়িত্বও অনেক বেড়েছে। এই আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে আন্তরিকতার সাথে কাজ করব। কর্পোরেশনের সকল কাজে মেয়রকে সর্বাত্মক সহযোগিতা করব এবং সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবো।












