স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মৌলবাদের বিরুদ্ধে লড়াই দুর্ভাগ্যজনক

শাল্লার ঘটনার প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে মৌলবাদের বিরুদ্ধে লড়াই করাকে দুর্ভাগ্যজনক হিসেবে মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। দলের ভেতরে হাইব্রিডদের বিষয়ে সচেতন হওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সুনামগঞ্জের শাল্লায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাড়িঘরে হামলা-লুটপাটের প্রতিবাদে গতকাল রোববার নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ‘রুখো সামপ্রদায়িকতা, রুখো মৌলবাদ, জাগাও বিবেক’ স্লোগানে সামপ্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ এ মানববন্ধনের আয়োজন করে। আবুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধে আমরা অংশ নিয়েছিলাম জাতি-ধর্ম-বর্ণ এবং নারী-পুরুষ নির্বিশেষে। সেই লড়াইয়ের ফসল বাংলাদেশ। অসামপ্রদায়িক উত্তরাধিকার বহন করে বাংলাদেশের জন্ম। বঙ্গবন্ধু এমন একটি সংবিধান করেছিলেন যাতে ধর্মের ভিত্তিতে রাজনীতি হওয়ার কথা ছিল না। কিন্তু এখন সবচেয়ে বেশি বলতে হয় ধর্মের কথা। আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে আমাদের দাঁড়াতে হচ্ছে মৌলবাদের বিরুদ্ধে। বাংলাদেশ চিরকাল ধর্মীয় সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করেছে। খোদ সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন তার দলে হাইব্রিডের কথা। তিনি যাদের হাইব্রিড বলছেন তাদের বিষয়ে সচেতন থাকতে হবে।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার বলেন, বঙ্গবন্ধুর কথা আজ বারবার চলে আসে। যে বাঘা যতীনের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন সেই বাঘা যতীনের ভাস্কর্য কে ভাঙল? দিরাই, শাল্লা, নাসিরনগরে কারা হামলা করল? তারা কারা? কেন এসব হামলায় সরকারি দলের লোকের নাম আসে? শাল্লার ঘটনায় দেড় হাজার লোককে কেন আসামি করা হলো? এতে প্রকৃত অপরাধীরা তো পার পেয়ে যাবার আশঙ্কা থাকে। সামপ্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক ইউসুফ সোহেলের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, ডা. মাহফুজুর রহমান, ঘাতক-দালাল নির্মূল কমিটির চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার, উদীচী চট্টগ্রামের সংগঠক শীলা দাশগুপ্ত, নারীনেত্রী নুরজাহান খান, উদীচী চট্টগ্রামের সংগঠক অমল কান্তি নাথ, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. বেণু কুমার দে, জনস্বাস্থ্য অধিকার রক্ষা পরিষদের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া, খেলাঘর মহানগর কমিটির সহসভাপতি কবি আশীষ সেন, সাংবাদিক আহমেদ মুনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রামের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, কেন্দ্রীয় কমান্ডের সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি, সাংবাদিক আলীউর রহমান, তরুণ উদ্যোগের যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ, আবৃত্তিশিল্পী অনুপম শীল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এ্যানি সেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, মহসীন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মায়মুন উদ্দিন মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশহরের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধকরোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানতেই হবে: মেয়র