পাকিস্তানে ১২ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণের লাগাম টানতে বিশ্বের ১২টি দেশের নাগরিকদের ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করেছে পাকিস্তান। দেশটিতে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) শনিবার এ, বি এবং সি এই তিন ক্যাটেগরিতে ১২ দেশের তালিকা প্রকাশ করেছে। ভ্রমণ বিধি-নিষেধ এবং ওই ১২ দেশ থেকে পাকিস্তানে যাত্রী আসার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। এসব নিষেধাজ্ঞাকে সি ক্যাটেগরির অন্তর্ভুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩৬ বছর ধরে ক্ষমতায়
পরবর্তী নিবন্ধআমিরাতে সবার জন্য টিকা উন্মুক্ত