মদুনাঘাটে দুই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

মূল্য তালিকা না টাঙানো

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর মদুনাঘাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে দুই দোকানিকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউএনও মোহাম্মাদ রহুল আমিন জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মদুনাঘাট বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অন্যান্য দোকানিকে সতর্ক করে দেওয়া হয়েছে। আসন্ন রমজানকে সামনে রেখে জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় অভিযানে সহায়তায় করেন ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোজাম্মেল।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত সহায়তার তাগিদ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না