পটিয়ার পাঁচুরিয়ায় দু’দিনব্যাপী ঐতিহাসিক শীলা বুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা সম্পন্ন হয়েছে। উপজেলার পাঁচুরিয়া গন্ধকুটি বিহারে গত বৃহস্পতি ও শুক্রবার ধর্মীয় এ মেলা অনুষ্ঠিত হয়।
শীলাবুদ্ধ ও বাইশ বুদ্ধের মেলা উদযাপন পরিষদের উদ্যোগে মেলার যুগপূর্তি উৎসবে আয়োজিত আলোচনা সভা ভন্দ্রীয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন চাঁচুরিয়া তপোবন বিহারের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দপুরী মহারাজ, হাবিলাস দ্বীপ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৌদ্ধ সমিতি-মহিলার সাধারণ সম্পাদক অধ্যাপক ববি বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন সাংবাদিক প্রদ্যোতশ্রী বড়ুয়া রাসেল। বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির সভাপতি ভদন্ত বৌধিমিত্র মহাথেরো, সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, সমন্বয়কারী সিদ্ধার্থ বড়ুয়া, চার্চিল বড়ুয়া, রাজ বড়ুয়া কংকন, রিগ্যান বড়ুয়া, সজল বড়ুয়া, জেকিস বড়ুয়া, নয়ন বড়ুয়া প্রমুখ।
মেলা উপলক্ষে কৌটিল বড়ুয়ার সম্পাদনায় জ্ঞানদ্যূতি নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়। রাতে প্রদীপ পূজা ও আলোকসজ্জা, ফানুস উত্তোলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, মানবসেবা ও মানবতার কল্যাণই সকল ধর্মের মূল মর্মবাণী। মানুষের মানবিকতা হারিয়ে গেলে পাষবিকতা বৃদ্ধি পায়। পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। সব ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। মানুষের কল্যাণে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।










