হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমে ধর্মসভা

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

রামকৃষ্ণের ১৮৬তম জন্মতিথি উৎসব উপলক্ষে হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমে গত শুক্রবার এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। দেবাশীষ চৌধুরীর সঞ্চালনায় ও সেবাশ্রমের সভাপতি অরূপ কুমার সেনগুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সভাপতি ড. শিপক নাথ, বিশেষ অতিথি ছিলেন ৫ নম্বর হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তিলকেশ্বর বিশ্বাস, সাবেক এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার দীপক কান্তি সরকার, মানস দাশগুপ্ত, সুমন দেবনাথ, রূপক শীল, শিপুল কুমার দে, দীপাল কৃষ্ণ মহাজন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজীব নন্দী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শ হৃদয়ে ধারণ করতে পারলে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধসমৃদ্ধ জীবন গঠন করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধপ্যাসিফিক জিন্সে কাস্টমস বন্ড কমিশনার
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বৌদ্ধ বিহার থেকে পুণ্যার্থী নিখোঁজ