বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত মুজিববর্ষ ২য় ইস্পাহানি স্বাধীনতা দিবস স্কোয়াশ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে গতকাল। টুর্নামেন্টের পুরুষ বিভাগের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল শাহাদাত। রানার্স আপ হয়েছে উত্তরা ক্লাবের সুমন। বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল রনি দেবনাথ তৃতীয় স্থান ও গুলশান ক্লাবের শহিদ চতুর্থ স্থান লাভ করেন। মহিলা উন্মুক্ত গ্রুপে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মারজান চ্যাম্পিয়ন ও চট্টগ্রাম ক্লাবের সুবাইদা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। মেম্বারদের মধ্যে গুলশান ক্লাবের আবিদ মনসুর ও গুলশান ক্লাবের ফারাজ রহিম চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছে। অনূর্ধ্ব-১৯ ইভেন্টে ছেলেদের মধ্যে উত্তরা ক্লাবের হামজা চ্যাম্পিয়ন ও আর্মি স্কোয়াশ কমপ্লেক্সের জাহিদ রানার্স আপ এবং মেয়েদের বিভাগে বিএএফ শাহিন কলেজের রিয়াজুল জান্নাত চ্যাম্পিয়ন ও বিএএফ শাহিন কলেজের আতিফা ইবনাত রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে প্রথমবারের মত অর্থ পুরষ্কার দেওয়া হয়।
গতকাল চট্টগ্রাম ক্লাবে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কমান্ডার, চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়াল এডমিরাল এম মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসএম ফখরুল ইসলাম এয়ার অফিসার কমান্ডিং, বিএফ ঘাটি জহুর। বক্তব্য রাখেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এম এম ইস্পাহানী লিঃ এর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) জি এম কামরুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী তারেক মাসুদ খান এবং কার্যনির্বাহী পর্ষদের সদস্য ইউসুফ মনসুর, চিটাগাং ক্লাব লিঃ এর ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু, স্কোয়াশ বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবিব রনি, জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, সৈয়দ আহসানুল হক শামীম, মাহবুবুল কবির খান, এ এ এম ইমতিয়াজ চেীধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজ এবং স্কোয়াশ কনভেনর সাজাজাদ আরেফীন আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাবেক চেয়ারম্যান মিয়া মো. আব্দুর রহিম।