বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

ওয়েল ফেব্রিক্স ও কম্পোজিট নীট : বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে ওয়েল গ্রুপের ওভেন ফেব্রিঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়েল ফেব্রিঙ ও ওয়েল কম্পোজিট নীট লিমিটেড। ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ তারিকুল ইসলাম, প্রতিষ্ঠানের অপারেশন বিভাগের নির্বাহী পরিচালক তপন কুমার বিশ্বাস, টেকনিক্যাল বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ, মার্কেটিং বিভাগের ব্যবস্থাপক তৌহিদুর রহমান, কমপ্লায়েন্স ম্যানেজার জিয়াউর রশিদ খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষক পরিষদ, কর্মচারী ও বিএনসিসির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অরুণ দাশগুপ্ত। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুবীর কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ রুকন উদ্দীন ছিদ্দিকী।


কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষিকা মনোয়ারা আখতারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইফুল আলম বাপ্পি। বক্তব্য জয়নাব বেগম, মাহমুদুল করিম, তমিশ্রা সেন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রিন্স রানা, জসিম মঞ্জু, রুবেল দত্ত প্রমুখ।
সৃষ্টি ফাউন্ডেশন : সৃষ্টি ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে ফটিকছড়ি পৌরসভার প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়ার সভাপতিত্বে গত ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট উত্তম কুমার মহাজন। প্রধান বক্তা ছিলেন এডভোকেট লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মো. আবুল বশর, জে এম তাওহিদ হোসেন। মো আবদুল মান্নান, বিজিত বড়ুয়া প্রমুখ।


বিজয়’ ৭১ : বিজয়’৭১ এর উদ্যোগে গত ১৭ মার্চ হতে ১৯ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছিল প্রেসক্লাব চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিক্ষা সামগ্রী বিতরণ, খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সজল কান্তি চৌধুরী। সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মাহফুজ হান্নান। মূখ্য আলোচক ছিলেন লায়ন ডা. আর.কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মো. দিদারুল আলম, সৈকত দত্ত, লায়ন এ.কে জাহেদ চৌধুরী, শিক্ষিকা নীলা বোস, ডা. সুভাষ চন্দ্র সেন, মো. সেলিম, জয় উদ্দিন জয়, শিল্পী বসাক, উত্তম কুমার দে, মো. মিনহাজ, আনিসুর রহমান ফরহাদ প্রমুখ। সভা শেষে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর
পরবর্তী নিবন্ধশুরু হচ্ছে রম্য বিতর্কের আসর তর্কযুদ্ধ