রাঙ্গুনিয়া পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা মুক্তমঞ্চে গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু। পৌরসভা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আজম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ হোসেন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাফরের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, সদস্য আকতার হোসেন খাঁন, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মাস্টার আসলাম খাঁন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তড়িৎ কান্তি দে, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সহসভাপতি পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ। দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।












