আল্লামা শাহ্ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দীন আল-আ’জমীর (রহ.) ২১তম বার্ষিক ওরশ উপলক্ষে খতমে বোখারী, ঈদে মিলাদুন্নবী (দ.) ও যিকিরে বেলায়ত মাহফিল দরবার শরীফের সাজ্জাদানশীন গোলাম মর্তুজা মুহাম্মদ এয়াহিয়া আল-মালেকীর সভাপতিত্বে গত শুক্রবার পটিয়া মনসা শাহ্ মালেকীয়া দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন ছিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী, আল্লামা ড. জাফর উল্লাহ, অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আল-কাদেরী, আল্লামা কাযী হাফেজ আহমদ আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা আহমদ রেজা নকশবন্দী, অধ্যক্ষ আল্লামা মুফতি জসিম উদ্দিন তৈয়বী, আল্লামা মুফতি আমিন মুজাদ্দেদী, মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মাওলানা আবদুল মাবুদ আল-কাদেরী, মাওলানা মুজিবুর রহমান আল-মালেকী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, কমান্ডার এনামুল হক চৌধুরী, ইব্রাহীম বাচ্ছু প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, হযরত শাহ আবদুল মালেক আল-কুতুবী (রহ.) ছিলেন আধ্যাত্মিক জগতের মহান সাধক। অলিরা আল্লাহর বন্ধু। তাদের আদর্শে আদর্শবান হতে পারলে ইহকাল ও পরকাল ধন্য হবে। প্রেস বিজ্ঞপ্তি।












