ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের এক সভা সংগঠনের সভাপতি কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে ৩ নম্বর ফকির হাটস্থ ডক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. মোহাম্মদ মাহফুজুর রহমান খান বলেন,
অত্যন্ত দুঃখের বিষয় চট্টগ্রাম বন্দরে ডেলিভারির কাজে নিয়োজিত শ্রমিকদের কাছ থেকে একটি মহল জোর করে চাঁদা বাবদ তাদের প্রতি কন্টেনারের মজুরি থেকে ৫০ টাকা মজুরি কর্তন করে নিচ্ছে। এতে শ্রমিকরা প্রতিবাদ করলে উক্ত মহলের সদস্যরা চাঁদা না দিলে চাকরি বন্ধ করে দিবে, জেটিতে ঢুকতে দিবে না, মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দিতে থাকে। তাঁরা জোর করে শ্রমিকদের থেকে উক্ত টাকা কেটে রেখে প্রতি কন্টেইনারের সম্পূর্ণ মজুরির বিলের উপর সই নিতে বাধ্য করছে। নিরীহ ও অসহায় শ্রমিকরা উপায়ান্তর না দেখে চাকরি ও জীবনের ভয়ে উক্ত বিলে স্বাক্ষর দিতে বাধ্য হচ্ছে। তাই তিনি অবিলম্বে শ্রমিকদের মজুরি থেকে বে-আইনিভাবে ও জোরপূর্বক চাঁদা নেওয়া বন্ধ করার জন্য বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবুল, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুর রশিদ, মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মনির আহমদ, স্টাফ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান, ডক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, উইন্ডসম্যান কল্যাণ সমিতির সভাপতি বেলাল হোসেন, ডক শ্রমিক ইউনিয়ন নেতা সফি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












