নগরীর পথে-ঘাটে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষ। করোনা ভাইরাস সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই। এ অবস্থায় চোখে পড়ছে না প্রশাসনের কোনো উদ্যোগও। মাস্ক বিতরণ এবং জরিমানা করার মধ্যেই যেন সীমিত তাদের কার্যক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে, বাড়ছে মৃত্যুর সংখ্যাও; কাজেই শুধু জরিমানা বা মাস্ক বিতরণ করলে সংক্রমণ কমানো যাবে না। এর জন্য নিতে হবে কার্যকর কোনো উদ্যোগ। চিন্তা-ভাবনা করেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। এদিকে গতকাল শনিবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত বিনোদনকেন্দ্রসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী এসব অভিযান পরিচালনা করেন। পতেঙ্গা, আগ্রাবাদ, ওয়াসা ও জিইসি মোড় এলাকায় পরিচালিত এসব অভিযানে মাস্ক না পড়ায় ৩০ জনকে প্রায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্কও বিতরণ করেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বলেন, পতেঙ্গা বিচের মত বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচে পড়া ভিড় হচ্ছে। অভিযানে প্রায় ১ হাজার মাস্ক বিতরণ করার কথা জানান তিনি। উমর ফারুক বলেন, করোনার সংক্রমণ ফের বাড়ছে। অভিযানে পতেঙ্গা বিচসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে যেতে সাধারণ মানুষকে নিরুৎসাহিত করা হচ্ছে।