কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহারে শ্রমণ হতে এসে গ্যাইত্যা চাকমা (৪৩) নামে এক পূণ্যার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ গ্যাইত্যা চাকমা খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার কারবারি পাড়ার নিশি মোহন চাকমার ছেলে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নে গতকাল শুক্রবার (১৮ মার্চ)।
জানা গেছে, শ্রমণ হওয়ার জন্য গ্যাইত্যা চাকমা শুক্রবার চিৎমরম বৌদ্ধ বিহারে আসেন এবং শ্রমণ হন।
ধর্মীয় নিয়ম অনুযায়ী শ্রমণ হওয়ার পর ঐ ব্যক্তিকে বিহারে অবস্থান করতে হয় কিন্তু আজ শনিবার (২০ মার্চ) সকাল থেকে গ্যাইত্যা চাকমাকে কোথাও পাওয়া যাচ্ছে না।
গ্যাইত্যা চাকমা কোথায় গেছেন তার সন্ধান কেউ দিতে পারছেন না। চিৎমরম বৌদ্ধ বিহারে এসে গ্যাইত্যা চাকমা কীভাবে নিখোঁজ হয়েছেন তা সঠিকভাবে কেউ বলতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, “পুলিশের পক্ষ থেকে চিৎমরম বৌদ্ধ বিহার সংলগ্ন পাহাড়, আশপাশের গ্রাম, চিৎমরম বাজারসহ সর্বত্র খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোথাও গ্যাইত্যা চাকমার সন্ধান পাওয়া যায়নি।
সকলের অগোচরে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে স্নান করতে নেমে পানিতে ডুবে গেছেন এমন সন্দেহে কাপ্তাই দমকল বাহিনীর মাধ্যমে শনিবার সারাদিন কর্ণফুলী নদীতে তল্লাশি চালানো হয় কিন্তু শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত গ্যাইত্যা চাকমার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার এএসআই আনোয়ার ফোর্সসহ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) চিৎমরম বৌদ্ধ বিহার এলাকায় অবস্থান করছেন বলেও জানান ওসি ইকবাল বাহার চৌধুরী।
তবে এই ঘটনার পর রাত ৯টা পর্যন্ত থানায় জিডি বা কোনো মামলা হয়নি। গ্যাইত্যা চাকমার পরিবারের সাথে যোগাযোগ করে থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি বা অভিযোগ দায়ের করার জন্য চন্দ্রঘোনা থানার ওসি পরামর্শ দিলেও রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।