আইআইইউসি নামে আরেকটি ট্রাস্ট গঠন নিয়ে হাই কোর্টের রুল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ট্রাস্ট নামে আরেকটি ট্রাস্ট গঠন প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়েরকৃত এক রিট আবেদনের উপর শুনানি শেষে গত বৃহস্পতিবার (১৮ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টের পক্ষে মামলা পরিচালনা করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ. এফ. হাসান আরিফ ও সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম. কে রহমান। এদিকে রুল জারির বিষয়টি গতকাল শুক্রবার রাতে আজাদীকে নিশ্চিত করেন আইনজীবী সরকার আফিফ। তিনি বলেন, আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের নিবন্ধক ও চট্টগ্রাম বিভাগের জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মসের উপ-নিবন্ধক ও প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন নদভীসহ অন্যান্য প্রতিপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বরইতলী প্রবাসী সমিতির মানবিক সহায়তা
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টির মেয়রপ্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল