হাবিলাসদ্বীপে রামকৃষ্ণের আবির্ভাব উৎসব

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩০ অপরাহ্ণ

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৬তম আবির্ভাব উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- শোভাযাত্রা, যেমন খুশি তেমন সাজো, গীতা ও সঙ্গীত প্রতিযোগিতা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। রাজীব নন্দীর সভাপতিত্বে ১ম পর্বে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। অতিথি ছিলেন সঙ্গীত পরিচালক রামকৃষ্ণ চক্রবর্তী জুয়েল, গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সাধারণ সম্পাদক লাভলী দে। বক্তব্য রাখেন আশ্রমের কর্মকর্তা কাজল দত্ত, দীপক সরকার, তিলকেশ্বর বিশ্বাস, দীপাল মহাজন, দুলাল মহাজন, সমর নন্দী, স্বপন ঘোষ, সঞ্জয় সেন, স্বপন মহাজন, সমীর সেনগুপ্ত, নঘু নন্দী, বেবী দেব নন্দী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব কল্যাণে রাজনীতি করতেন আখতারুজ্জামান চৌধুরী বাবু
পরবর্তী নিবন্ধপটিয়ায় শরফত আলী শাহ’র বার্ষিক ওরশ