চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ ইস্পাহানী চট্টগ্রাম মার্স্টাস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নাইনটিজ উইলোজ। নাইনটিজ উইলোজ আগামীকাল রোববার চিটাগাং মার্ষ্টাস দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে নাইনটিস উইলোজ মাত্র ১ রানে চিটাগাং ইউনাইটেডকে পরাজিত করে। অনেকটা সেমিফাইনাল ম্যাচে পরিণত এই খেলায় টসে জিতে নাইনটিজ উইলোজ। তারা প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে তারা ১৪৩ রান সংগ্রহ করে। ওপেনার জিয়াউর রহমান ৪৭,জাহেদুল ইসলাম ১৯,নিয়াজ উদ্দিন জকি ১৩ রান করেন। নবম ব্যাটসম্যান শাওন চৌধুরী খেলা জমিয়ে দেন মাত্র ১৩ বলে অপরাজিত ৪৩ রান সংগ্রহ করে। তিনি ৩টি চার এবং ৪টি ছক্কা হাঁকান। অতিরিক্ত রান হয় ১২। চিটাগাং ইউনাইটেডের ইদি আমিন ৩টি এবং ববি ২টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে চিটাগাং ইউনাইটেড ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান করে থামে। শেষ বলে ববি রান আউট হলে তাদের ১ রানে হার মানতে হয়। দলের পক্ষে ওয়ালিদ ১৭,সুমন সাহা ২৬,জাভেদ ইউসুফ ৩৯,টিটু ১৪ এবং আরিফ আহমেদ ২৬ রান করেন। অতিরিক্ত রান হয় ১৬। নাইনটিজ উইলোজের মোমিন এবং মাসুদ ২টি করে উইকেট পান। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শাওন চৌধুরী। তার হাতে ক্রেষ্ট তুলে দেন সাবেক ক্রিকেটার এবং সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক একেএম আবদুল হান্নান আকবর এবং সাবেক আম্পায়ার সাইফুল্লাহ চৌধুরী।