উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু

বৌদ্ধ সমিতি যুব

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এর দুইদিনব্যাপী উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা আগামী ২ ও ৩ এপ্রিল নন্দনকাননস্থ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয় : রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক গান, বৌদ্ধ কীর্তন, সাধারণ নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন। আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ তারিখ ৩১ মার্চ। অংশগ্রহণে ইচ্ছুকদের নিম্ন লিখিত স্থান থেকে আবেদনপত্র
সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রাপ্তিস্থান- বৌদ্ধ সমিতি কার্যালয় নন্দনকানন বৌদ্ধ বিহার, রেণু এ্যাড সাত্তার ম্যানশন চেরাগী পাহাড়, স্টুডিও মামণি দামপাড়া, হোমিও বিধান, মগপুকুর পাড়, নজরুল কালচার একাডেমি চান্দগাঁও আবাসিক এলাকা। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৯৭ সাল থেকে বৌদ্ধ সমিতি যুব এ আয়োজন করছে। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিকা দিতে বিদেশিদের তালিকা পাঠাতে হবে মন্ত্রণালয়ে
পরবর্তী নিবন্ধপৃথক অভিযানে সেগুনসহ ৫ লাখ টাকার কাঠ জব্দ