চট্টগ্রামে পৃথক অভিযানে সেগুনসহ ৫ লাখ টাকার কাঠ জব্দ করেছে কোস্টগার্ড ও উত্তর বন বিভাগ। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় বায়েজিদ থানাধীন শেরশাহ্ নতুন রাস্তা এলাকায় তল্লাশি চালায় বিশেষ টহলদল।
এ সময় ১৮৮ ঘনফুট কাঠসহ একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৯৩১০) জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায় শহর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান মুরাদ বাদী হয়ে মামলা করেছেন। অন্যদিকে পৃথক অভিযানে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪৫৩ ঘনফুট কাঠসহ একটি ট্রলার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব কাঠের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় শহর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।