বাঁশখালীতে জায়গার বিরোধে হামলায় নিহত ১, গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৯:০৯ অপরাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়ায় গাছ কাটার বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় গুরুতর আহত ছাবের আহমদ (৪৫) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১৯ মার্চ) বিকালে মৃত্যুবরণ করেছেন।
তিনি পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খন্দকার পাড়া এলাকার মৃত আব্দুল মাবুদের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের খন্দকার পাড়ার নিজ বাড়ির সীমানার জায়গা নিয়ে বিরোধ ছিল তার চাচাতো ভাই দেলোয়ারের সাথে।
গতকাল বৃহস্পতিবার রাতে সীমানার গাছ ও স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় ছাবের আহমদ তাদের সাথে কথা বলার এক পর্যায়ে তার ওপর হামলা করে দেলোয়ার গংরা। গুরুতর আহত ছাবের আহমদকে প্রথমে চট্টগ্রাম হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
এদিকে এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর পুলিশ দেলোয়ারের পুত্র মো. হাসানকে(১৯) গ্রেপ্তার করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “জায়গা নিয়ে চাচাতো-জেঠাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জায়গায় গাছ ও স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় তর্কাতর্কির এক পর্যায়ে হামলা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন এবং ১ জনকে আটক করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধকরোনা সংক্রমণ বাড়ছে চট্টগ্রামেও
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: হেফাজত