মহামারি করোনাভাইরাসের নিয়ম অমান্য করে আক্রান্ত হয়েও শুটিং করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এবার একই কারণে তাকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বাংলানিউজের।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লইজ ২ মাসের জন্য গওহর খানকে নিয়ে কাজ করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে আলোচনা সাপেক্ষে তার বিষয়টি কিছুটা শিথিলযোগ্য করা হতে পারে বলেও সংগঠনটি জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গওহর খান করোনা আক্রান্ত হওয়ার পর তার খবর নিতে বাড়িতে ছুটে যান পুরনিগমের কর্মীরা। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি এবং আক্রান্ত হয়েও তিনি শুটিং করছেন বলে খবর পান তারা। এরপরই গওহরের বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিয়াড়া থানায় অভিযোগ দায়ের করে বৃহণ্মুম্বাই পুরনিগম। তবে গওহরের দাবি, করোনা পজিটিভ হয়ে শুটিং করার নিয়ে তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তিনি শুটিংয়ে যাওয়ার আগে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল।