গবেষণার লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনারে উপাচার্য

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে গতকাল বৃহস্পতিবার হাউ টু রাইট রিসার্চ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান। এছাড়া কী নোট স্পিকার পেশ করেন অধ্যাপক ডা. প্রদীপ দত্ত। আলোচনা করেন বিআইটিডির পরিচালক অধ্যাপক ডা. এম হাসান চৌধুরী , রেজিস্টার ভারপ্রাপ্ত ডা. হাসিনা নাসরিন ও উপ-পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. ইসমাইল খান বলেন, গবেষক তৈরি নয়, গবেষণার লব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে নতুন নতুন গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান পরিধি বাড়ানোর লক্ষে আমরা প্রতিবছর গবেশনা ফান্ড প্রদান করার সিদ্বান্ত নিয়েছি। এই ফান্ডের মাধ্যমে নতুন গবেষকরা গবেষণার উদ্দীপনা খুঁজে পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণা কাজে উদ্বুদ্ধ করার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফান্ড বরাদ্দ করছেন। গবেষণা পেপার জার্নাল মাধ্যমে প্রকাশ করে ভবিষতে যেন রেফারেন্স হিসেবে কাজ করে তার ব্যবস্থাও করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর সিএনজি কুমিল্লা থেকে উদ্ধার আটক দুই
পরবর্তী নিবন্ধকৃষ্ণকায় রাত