হাটহাজারী থেকে চুরি হওয়া সিএনজি কুমিল্লা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে দুই জনকেও আটক করা হয়েছে। থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি হাটহাজারীর আলাওল দিঘিস্থ শাহ আবদুল মালেক আল কুতুবী জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়। চুরির ঘটনায় ৫ জানুয়ারি থানায় একটি মামলা রেকর্ড করা হয়। থানা পুলিশ মামলা রেকর্ড করে চুরি যাওয়া সিএনজি গাড়ি উদ্ধারে অভিযানে নামে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার কুমিল্লার কোতোয়ালী থানার ঢুলি পাড়ার চৌমুহনীর জনৈক কাউসারের গ্যারেজ থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করে। এসময় কুমিল্লা জেলার মুরাদপুর ১৪ নং ওয়ার্ডের সুলতান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ফয়সল প্রকাশ রুবেল (২৭), গল্লাই মিরাখলা পীর সাহেবের বাড়ি থেকে মোহন প্রকাশ মহিম (৩১) কে আটক করা হয়। আটককৃতদের গতকাল বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।