কোকেন কাণ্ড : মাদক আইনের মামলায় আরো ২ জনের সাক্ষ্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের আলোচিত কোকেন কাণ্ডের ঘটনায় মাদক আইনে করা মামলায় আরও দুজন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে তারা এ সাক্ষ্য দেন। দুই সাক্ষী হলেন- পিআইএল নামের একটি প্রতিষ্ঠানের তৎকালীন ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন মোহাম্মদ আব্দুল্লাহ জহির ও তৎকালীন ডেপুটি ম্যানেজার অপারেশন মো. মাহতাব উদ্দিন। এরা দুজনই ঘটনার সাথে সম্পর্কিত একটি জব্দ তালিকার সাক্ষী। রাষ্টপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের (বৃহস্পতিবার) দুজনসহ গুরুত্বপূর্ণ এ মামলায় এখন পর্যন্ত ১৫ জন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন। ২০১৫ সালের ৬ জুন বন্দরে কোকেন জব্দের ঘটনায় দায়ের করা মাদক আইনের মামলায় ২০১৯ সালের ২৯ এপ্রিল ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর আগে এ ১০ জনকে আসামি করে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধজননেত্রী শেখ হাসিনা পরিষদের সভা
পরবর্তী নিবন্ধমোদীর সফরকে সামনে রেখে শাল্লার ঘটনায় আমরা দুঃখিত : কাদের