১৫৯৩ ফরাসি চিত্রশিল্পী ঝর্ঝ দ্য লা তুর-এর জন্ম।
১৬০১ স্পেনীয় চিত্রশিল্পী আলোন্সো কানো-র জন্ম।
১৮১৩ পর্যটক ও ধর্মপ্রচারক ডেভিড লিভিংস্টোনের জন্ম।
১৮২১ ইংরেজ মনীষী, আরবি পণ্ডিত ও অভিযাত্রী স্যার রিচার্ড বার্টন-এর জন্ম।
১৮২৪ আইরিশ কবি ইউলিয়াম আলিংঘাম-এর জন্ম।
১৮৩৮ লর্ড ইউলিয়াম বেন্টিঙ্ক ভারতবর্ষ ত্যাগ করেন।
১৮৬৯ স্পেন্সার নামে এক ইংরেজ বেলুনে করে কলকাতার আকাশে ওড়েন।
১৮৭২ রুশ ব্যালে প্রযোজক সের্গেই দিয়াগিলিয়েফ-এর জন্ম।
১৮৭৬ ইংরেজ পুরাতাত্ত্বিক স্যার জন হুর্বার্ট মার্শাল-এর জন্ম।
১৮৮৩ নোবেলজয়ী (১৯৩৭) ব্রিটিশ জৈবরসায়নবিদ ওয়াল্টার হাওয়ার্থ-এর জন্ম।
১৮৮৮ জার্মান মার্কিন বিমূর্ত শিল্পী ইয়োসেফ আলব্যার্স্-এর জন্ম।
১৮৯১ বিয়ের ন্যূনতম বয়ঃসীমা আইন পাশ হয়।
১৮৯৬ ইংরেজ চিত্রশিল্পী জর্জ রিচমন্ড-এর মৃত্যু।
১৯০০ নোবেলজয়ী (১৯৩৫) ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিখ ঝোলিও কুরি-র জন্ম।
১৯০৮ ইংরেজ চিত্রশিল্পী মাইকেল রথেনস্টেইন-এর জন্ম।
১৯৪৪ উত্তর-পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ্ জাতীয় পতাকা উত্তোলন করে।
১৯৪৭ শিক্ষাবিদ ও সমাজসেবক স্যার আজিজুল হক-এর মৃত্যু।
১৯৫০ নোবেলজয়ী (১৯৩৯) ব্রিটিশ জৈবরসায়নবিদ ওয়াল্টার হাওয়ার্থ-এর মৃত্যু।
১৯৭২ বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৯ মিশর ও ইসরায়েল-এর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮২ চার শতাব্দীর পর ব্রিটেন ও ভ্যাটিকান পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৮৪ লোকসাহিত্য বিশেষজ্ঞ আশুতোষ ভট্টাচার্যের মৃত্যু।
১৯৯০ পূর্ব জার্মানি দুই জার্মানির একীভূতকরণের পক্ষে রায় দেয়।
১৯৯১ বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া শপথ নেন।