‘সঙ্গদোষে’ কিশোর অপরাধী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

তাদের গড় বয়স ২০। কারো বয়স ১৬ থেকে ১৮, আবার কারো ২০ থেকে ২৩ বছর। গা হিম করা সব অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সমপ্রতি চট্টগ্রামে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে, ঘটেছে ছিনতাই, চাঁদাবাজি থেকে ধর্ষণের ঘটনাও। প্রতিটি অপরাধে দায়েরকৃত মামলায় আসামিদের অধিকাংশের গড় বয়স ২০। এই বয়সে কিশোর তরুণরা ছুরি চাকু এমনকি আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়ায়। মাস্তানি করে, মাদকের নেশায় বুঁদ হয়ে থাকে। মেয়েদের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে, শিস বাজায়। কথায় কথায় রক্ত ঝরায়। একের পর এক অপরাধ করে নিজেদের ভবিষ্যৎ যেমন নষ্ট করছে, তেমনি পরিবারের শান্তি ও সুনাম বিনষ্ট করছে। এদের একটি উল্লেখযোগ্য অংশ এমন সব লোমহর্ষক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে যা অকল্পনীয়।
কিশোর তরুণদের অপরাধের কারণ তুলে ধরে বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন আজাদীকে বলেন, ‘সঙ্গদোষ’ কিশোর অপরাধের একটি গুরুত্বপূর্ণ কারণ। আমরা যাদের সঙ্গে চলাফেরা করি তাদের একটা প্রভাব সবসময় আমাদের মধ্যে থাকে। এখন কোনো কিশোর যখন খারাপ মানুষের সঙ্গে মিশে তখন সঙ্গদোষের কারণে সে অপরাধীতে পরিণত হতে পারে।’ তিনি বলেন, কিশোরদের মধ্যে একটা অনুকরণ করার প্রবণতা থাকে। এই বয়সে তাদের মনে একটা অ্যাডভেঞ্চর কাজ করে। তারা যে কাজ করে আনন্দ পায় তা দ্রুত অনুসরণ করে। তিনি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে এর প্রধান কারণ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি কিশোর মনের কৌতুহলকে পুঁজি করে তাদের অন্ধকার পথে টেনে নিয়ে যাওয়ার নেপথ্যের কারিগর ‘বড় ভাই’দের আইনের হাতে নিয়ে আসতে আইনশৃক্সখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রযুক্তি যত উন্নত হচ্ছে অপরাধের ধরণও তত বদলাচ্ছে। কিশোরদের অপরাধের নৃশংসতার মাত্রা তাদের মূল্যবোধ এবং মানবিকতাবোধকে নতুন করে প্রশ্নের সম্মুখীন করেছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া কিশোরের মধ্যে দরিদ্র পরিবারের সন্তান যেমন আছে, তেমনি আছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানও। তবে পুলিশের ভাষ্য, স্বাভাবিকভাবেই কিশোরদের বিচক্ষণতা, দূরদর্শীতার অভাব আছে। তারা যে অপরাধ করছে, এই অপরাধের ফলে কী হবে, সেটা তারা চিন্তা করছে না। রাজনৈতিক দলের কথিত ‘বড় ভাইদের’ কথায় অসংখ্য কিশোর অপরাধে জড়িয়ে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে ফেলছে। তারা যা ইচ্ছে, তাই করছে। পুলিশসহ আইনশৃক্সখলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীতে ছিন্নমূল কিশোরদের ১৫ টি এবং অবস্থাপন্ন পরিবারগুলোর কিশোরদের আরো অন্তত ৭ থেকে ১০টি গ্রুপ নগরীতে আধিপত্য বিস্তার করছে।
কিশোর হৃদয়। কিশোর গ্যাংয়ের হাত ধরে জড়িয়ে পড়েছে অস্ত্রবাজিতে। অল্পবয়সেই হাতে তুলে নিয়েছে অস্ত্র। এর পরিণতিতে সে দিনদুপুরে পাওনা টাকা আদায় করতে অস্ত্র নিয়ে হুমকি দেয়। গত ১৭ মার্চ বুধবার সকাল ১১ টায় পটিয়া পৌরসদরের ৭ নং ওয়ার্ডের ফাদার কলোনির একটি বস্তিতে এ ঘটনা ঘটে। পরে জনতার ধাওয়া খেয়ে একটি দেশীয় অস্ত্র ও গুলি রেখে পালিয়ে যায় হৃদয় (১৭)। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত বুধবার আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে দুই গ্যাংয়ের মারামারির মধ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয় নিরীহ সাউন্ড সিস্টেম মেকানিক হাশেম খানকে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে উঠে আসে মারামারিতে অংশ নেওয়া অধিকাংশের বয়স ছিল ১৮ থেকে ২২ এর মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিশোর গ্যাং লিডার মাসুদের অনুসারী রনি ও লিমন ও সোহাগের নেতৃত্বে হামলার এ ঘটনা ঘটে।
নগরীর পতেঙ্গা থানায় আবারও গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের লেডি গ্যাং লিডার খ্যাত তাহমিনা সিমি ওরফে সিমরান সিমি। বাসায় ঢুকে পিটানোর ঘটনায় ক’মাস আগে গ্রেপ্তার হওয়ার পর এবার নতুন করে নেভালে গিয়ে এক তরুণীকে হুঙ্কার দিয়ে ভাইরাল তিনি। ‘তুই আমাকে চিনস? আমি বললে, এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না।’-এরকম হুঙ্কার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ।
নগরীর কোতোয়ালী থানা পুলিশ ১৩ মার্চ স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে ভুয়া আত্মীয় পরিচয়ে প্রতারণার ছক তৈরি করে জোরপূর্বক স্বর্ণালংকার ও নগদ অর্থ কেড়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো পম্পি বণিক (২১), বিকাশ রায় (১৯) ও রাজেশ দাস (১৯)।
বিশ বছরের রাইসুল ইসলাম রোহান প্রেম করে দশম শ্রেণির এক মেয়ের সঙ্গে। তবে সেই মেয়ের সাথে প্রেম করে আরেকজন। তাকে খুন করতে ইয়াবা বেচার টাকায় কিনে ছোরা। আর সেই ইয়াবা আনে তার ফুফু লাকী আক্তার (৪১) থেকে। শনিবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টায় নগরের আগ্রাবাদ এক্সেস রোডের টিএন্ডটি বাজার এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
নগরীর হালিশহর এক্সেস রোডে ছুরিকাহত হয়ে মো. কাউসার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু শহিদকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালখালীতে চাচাতো ভাইয়ের রডের আঘাতে আহত হয়ে মো. বেলাল হোসেন (১৫) নামের এক কিশোর মারা গেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বেলালের চাচাতো ভাই মো. ঈদু আলম (১৬) শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশের একটি মেজবান খেয়ে আসার পথে বেলালের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত বেলালের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোর ৬টার দিকে হাসপাতালে বেলাল মারা যায়।
লোহাগাড়ায় জাতীয় পার্টির (জাপা) নেতা আনোয়ার হোসেন হত্যায় অভিযুক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মাদ উল্লাহ ওরফে মাহমুদুল্লাহকে (১৯) গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড়ে প্রাইভেট পড়তে গিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় প্রধান আসামি আজমাইন আজিম আয়ান (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনোয়ারায় পূর্ব শত্রুতার জেরে আশরাফ উদ্দীন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি। অভিযুক্ত দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারের বয়স ২২ বছর।
মো. জিহাদ উল্লাহ (১৯)। স্মার্টনেসের জন্য সেই নাম হয়ে যায় জেহা। শুধু নামে নয়, চলাফেরায়ও তার স্মার্টনেসের ছাপ রয়েছে। আর এই স্মার্টনেসের আড়ালেই তিনি করছিলেন ইয়াবা ব্যবসা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাঠানটুলি গায়েবি মসজিদের পাশ থেকে ৩৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।
১৫ ফেব্রুয়ারি নগরের চান্দগাঁও থানাধীন এলাকা থেকে মোহাম্মদ কফিল উদ্দীন নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১০ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনের কাছ থেকে দুইটি ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ১০ জন হলেন- আহসান আহম্মেদ আকিব (১৯), মো. পারভেজ (১৯), জাহেদ উল্লাহ (২২), মো. আরমান (২০), মো. নয়ন (১৫), মো. আসিফ (১৫), মো. নিশাদ (১৭), মো. বাদশা (১৬), মো. কফিল উদ্দীন (১৫) ও মো. হৃদয় (১৭)।

পূর্ববর্তী নিবন্ধআউটডোর অনুষ্ঠানে জেলা প্রশাসনের ‘না’
পরবর্তী নিবন্ধছুরিকাঘাতকারী সোহাগের আদালতে স্বীকারোক্তি