‘কিশোর গ্যাংয়ের হাত ধরে অস্ত্রবাজিতে’

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

কিশোর হৃদয়। কিশোর গ্যাংয়ের হাত ধরে জড়িয়ে পড়েছে অস্ত্রবাজিতে। অল্পবয়সেই হাতে তুলে নিয়েছে অস্ত্র। এর পরিণতিতে সে দিনদুপুরে পাওনা টাকা আদায় করতে অস্ত্র নিয়ে হুমকি দেয়। গতকাল বুধবার সকাল ১১টায় পটিয়া পৌরসদরের ৭ নং ওয়ার্ডের দফাদার কলোনির একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাওনা টাকা আদায়ে এক রিঙাচালককে গুলি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে একটি দেশীয় অস্ত্র ও গুলি রেখে পালিয়ে যায় হৃদয় (১৭)। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে উক্ত অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। সে ব্রাহ্মবাড়িয়ার আমিন প্রকাশ মোটা আমিনের পুত্র। বর্তমানে সে পরিবারের সাথে পটিয়ায় ৮নং ওয়ার্ডের কামাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে। এ ঘটনায় পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই হৃদয় পালিয়ে যায়। তবে তার ফেলে যাওয়া একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি কারণে অস্ত্র নিয়ে সে রিঙা চালককে মারতে এসেছিল তাকে গ্রেফতারের পর তা জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সাত বছরেও চালু হয়নি ট্রমা সেন্টার
পরবর্তী নিবন্ধসুদের টাকা না পেয়ে গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন