আর ন্যায়পরায়ণতার নির্দেশদাতাদেরকে হত্যা করে, তাদেরকে সুসংবাদ দিন বেদনাদায়ক শাস্তির।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:২১) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আল্লাহর কছম, যদি তুমি একটি লোককে শিক্ষিত করিতে পার তবে উহা তোমার পক্ষে একটি লাল উষ্ট্রলাভের চেয়েও উৎকৃষ্টতর।
– আল-হাদিস (আবু দাউদ)।
উৎকৃষ্ট বীজ থেকেই উত্তম বৃক্ষ জন্ম নেয়।
– জনগে।