বঙ্গবন্ধু বিশ্ববাসীর কাছেও অনুপ্রেরণা : মেয়র

চসিকের উৎসবে ১০০ ক্ষুদে মুজিব

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব পালন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে আটটায় টাইগারপাস নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদে মুজিবদের ৭ই মার্চের ভাষণ, শিশু উৎসব ও কেক কাটা এবং দুপুরে চসিক জেনারেল হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা প্রদান। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এম এ আজিজ স্টেডিয়ামের আয়োজনে অংশ নেন ১০০ জন ক্ষুদে মুজিব। যাদের পরনে ছিল ‘মুজিব কোট’। ক্ষুদে মুজিবের সবাই নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের পক্ষে বক্তব্য দেন আব্দুল্লাহ আল সোহান।
অনুষ্ঠানে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন আমাদের ইতিহাস। আমাদের স্বপ্নের সৌরভ। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়; তিনি বিশ্বের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি যুগে যুগে স্বাধীনতার নিরন্তর আইকন এবং ক্যারিশমাটিক নেতা। মেয়র বলেন, আমরা যারা রণাঙ্গনে ছিলাম এবং অস্ত্র হাতে হানাদার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলাম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল আমাদের জন্য যুদ্ধ জয়ের মন্ত্র। বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণে একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করে মহানায়কের আসনে অলংকৃত হয়েছেন।
রেজাউল করিম চৌধুরী আরো বলেন, বাঙালির হৃদয়ে স্থান করে নেওয়া দুটি নাম ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’। যা কোনো দিন মুছে ফেলা যাবে না। বাঙালিদের স্বাধীনতা এনে দেওয়ার প্রয়াস অনেক বাঙালি নেতার মাঝেই দেখা গিয়েছিল।
এম এ আজিজ স্টেডিয়ামের আয়োজনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। সদরঘাটস্থ চসিক জেনারেল হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো সেলিম আক্তার সভাপতিত্ব করেন। দুই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো সলিম উল্লাহ বাচ্চু, শহিদুল আলম, গোলাম মোহাম্মদ জোবায়ের, নাজমুল হক ডিউক, জোবাইরা নার্গিস খান, আফরোজা কালাম, আবদুস সালাম মাসুম, গিয়াস উদ্দীন, পুলক খাস্তগীর, আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, নীলু নাগ, আনজুমানা আরা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্র্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা, শিক্ষক আলী আকবর, সিবিএ নেতা মোহাম্মদ ইয়াছিন।
এদিকে মেয়র দুপুর সাড়ে ১২টায় প্রিয়া কমিউনিটি সেন্টারে এতিমদের মাঝে বন্ত্র ও খাবার বিতরণ, বিকাল ৪টায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, অদিতি সঙ্গীত নিকেতনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইন্দ্রপুল ব্রিজের গার্ডারে ফাটল কাজের মান নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধতিন মাসে সর্বোচ্চ শনাক্ত চট্টগ্রামে