ইন্দ্রপুল ব্রিজের গার্ডারে ফাটল কাজের মান নিয়ে প্রশ্ন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় নির্মাণাধীন ইন্দ্রপুল ব্রিজের গার্ডারে ফাটল দেখা দিয়েছে। তাই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। প্রায় ৭শ’ কোটি টাকা ব্যয়ে চারটি সেতু নির্মাণের কাজ চলছে। সেতুগুলো হচ্ছে পটিয়া ইন্দ্রপুল সেতু, চন্দনাইশ উপজেলার বরগুনি সেতু, দোহাজারী সাঙ্গু সেতু ও চকরিয়ায় মাতামুহুরী সেতু। বাংলাদেশ সরকার ও জাপানের জাইকার যৌথ অর্থায়নে সেতু চারটি নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা-সিআর ২৪বি জয়েন্ট ভেনচার। গত সোমবার দুপুরে পটিয়া ইন্দ্রপুল সেতুর নির্মাণ কাজ চলমান অবস্থায় ব্রিজের জন্য নির্মিত ৭টি গার্ডারের মধ্যে ১টি গার্ডারে ফাটল দেখা দেয়। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সংশ্লিষ্টদের গাফিলতি এবং মনিটরিং ব্যবস্থা না থাকায় যেনতেনভাবে ব্রিজের গার্ডারের কাজ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পটিয়ার চানখালী খালের উপর ইন্দ্রপুলের পুরাতন ব্রিজের পাশে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমানে ব্রিজের জন্য ৩টি পিলার নির্মাণ করা হয়েছে। এ ৩টি পিলারের উপর বসানো হবে ১২টি গার্ডার। পরবর্তীতে পুরাতন ব্রিজ ভেঙে সেখানে নতুন করে পিলার নির্মাণ করে বসানো হবে আরো ১২টি গার্ডার। ২৪টি গার্ডারের মধ্যে ইতিমধ্যে ৭টি গার্ডার নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজে থাকা শ্রমিক শামীম জানিয়েছেন, সকাল ১০টার দিকে গার্ডারের লোহা টাইট দিতে গিয়ে গার্ডারটি ভেঙে যায়।
স্থানীয় ব্যবসায়ী মফিজসহ লোকজন জানান, নির্মিত গার্ডারটি ক্রেন দিয়ে তোলার সময় বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখতে পায় গার্ডারটির মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। এ ব্রিজটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
এ প্রসঙ্গে প্রকল্প ব্যবস্থাপক নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ব্রিজের গার্ডার ফাটল ধরার বিষয়টি আমার জানা নেই। সকালে প্রকল্প স্থানে ছিলাম, নির্মাণ কাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে রয়েছে। কাজে কোনো অনিয়ম কিংবা গাফিলতি হয়নি বলেন তিনি ।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় নারীকে বাঁচাতে গিয়ে ফাঁসলেন মহিলা ভাইস চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু বিশ্ববাসীর কাছেও অনুপ্রেরণা : মেয়র