গ্রেপ্তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ, দায় স্বীকার

কক্সবাজারে হোটেলে খুন

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারে হোটেল কক্ষে আবদুল মান্নান (২৮) নামে এক যুবককে খুনের ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর চেকপোস্টে ধরা পড়েন তারা।
পুলিশ জানিয়েছে, পরনে রক্তাক্ত জামা দেখে ঢাকাগামী একটি বাস থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সন্ধ্যায় তাদের কক্সবাজারে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।
জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি হোটেলে বন্ধুকে খুনের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি গীয়াস। গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো. বাবু ও একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. নজরুল ইসলাম। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে কঙবাজার শহরের সাগরপাড়ে সুইটহোম নামে একটি কটেজ থেকে আবদুল মান্নানের লাশ উদ্ধার করে পুলিশ। আগের দিন তিনজন মিলে ওই কটেজের ৩০২নং কক্ষটি ভাড়া নিয়েছিল। কিন্তু ওইদিন বিকালের দিকে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষ সন্দেহবশত পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের ধারণা, তাকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আবদুল মান্নান কঙবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের ছেলে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বর্ণিল আয়োজন
পরবর্তী নিবন্ধটিকেট করেও দেশে ফেরা হল না নুর হোসেনের