চবকের চেয়ারম্যানের সাথে বিকডার কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের (বিকডা) নেতৃবৃন্দ। সাক্ষাতে বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ইমরান ফাহিম নূর, পরিচালক বেনজীর চৌধুরী নিশান, পরিচালক হাজী মোহাম্মদ হোসেন, পরিচালক সৈয়দ ফজলুল হক এবং মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার উপস্থিত ছিলেন।
বিকডার প্রতিনিধিবর্গ চবকের চেয়ারম্যানকে ফুলের তোড়া এবং ক্রেস্ট প্রদান করে স্বাগত জানান এবং চট্টগ্রাম বন্দর ও বেসরকারী আইসিডিসমূহের মধ্যেকার অপারেশনাল কার্যক্রম আরো অধিকতর স্বচ্ছন্দ ও ত্বরিৎ করার জন্য চবকের সার্বিক সহযোগিতা কামনা করেন। চবকের চেয়ারম্যান বেসরকারী আইসিডি খাতের উত্তরোত্তর বিকাশ ও উন্নতির জন্য আইসিডিসমূহের বিভিন্ন করণীয় পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব আজ থেকে
পরবর্তী নিবন্ধ‘ওয়ার্ক পারমিট ছাড়াই’ শুটিংয়ে কলকাতার নায়িকা দর্শনা