উত্তর কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের দুদশক পূর্তি উপলক্ষে আজ ১৭ মার্চ হতে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভারতীয় সহকারী হাই কমিশনারের সহযোগিতায় তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হতে যাচ্ছে। সংগঠনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে বসন্ত উৎসবের উদ্বোধন করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। প্রথম অধিবেশনে প্রধান অতিথি থাকবেন কনফিডেন্স সিমেন্ট লি. এর ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া। প্রধান আলোচক থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। অনুষ্ঠানে ২০২১ সালে একুশে পদক প্রাপ্ত গুণীব্যক্তি ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দারকে সংবর্ধিত করা হবে। অনুষ্ঠানে কবিতা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদেরকে ২য় অধিবেশনে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার করোনা মোকাবিলায় অবদান রাখার জন্য ডা. মেসবাহ উদ্দীন তুহিনকে সম্মাননা প্রদান করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক থাকবেন চসিকের বিদায়ী প্রশাসক, আলহাজ্ব খোরশেদ আলম সুজন। প্রেস বিজ্ঞপ্তি।