মনুষ্যত্ববোধ জাগ্রত করাই শিক্ষার লক্ষ্য

বিবেকানন্দ বিদ্যানিকেতনের অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রামকৃষ্ণ-বিবেকানন্দ ট্রাস্ট পরিচালিত বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন ও বার্ষিক অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তী বলেন, শিক্ষার লক্ষ্য হবে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, মানবিক গুণাবলী অর্জন ও চরিত্র গঠন।
সভাপতি স্বামী শক্তিনাথানন্দ তাঁর বক্তব্যে স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে শিক্ষিত যুবসমাজ গঠনে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে প্রদীপ চক্রবর্ত্তী আরো বলেন, বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতন সম্পূর্ণ সেবার মনোভাব নিয়ে গড়ে উঠা ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতিমনস্ক, দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে অবদান রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর রীতা দত্ত, ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, শ্যামল কুমার পালিত, লায়ন উৎপল রক্ষিত, তাপস হোড়, অধ্যাপক নারায়ণ চৌধুরী, মানু মজুমদার প্রমুখ।
সভায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের বিশেষ স্থান অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে অনুষ্ঠিত হয় বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে খুঁদে শিল্পীরা পরিবেশন করে দলীয় সঙ্গীত, নৃত্যানুষ্ঠান, বৃন্দ-আবৃত্তি ইত্যাদি। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধবর্ণিল সাজে সিভাসু ক্যাম্পাস