বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্ত বলেছেন, মানবসমাজে যারা অসাধারণত্বের ঐশ্বর্য্যে বলিয়ান, যাদের মধ্যে দেখেছি মনুষ্যত্বের অপার বিস্ময়, আমরা তাঁদের শ্রদ্ধা করি। হৃদয়ের ভক্তি ও ভালোবাসা দিয়ে আমরা তাঁদের উদ্দেশ্যে রচনা করি অর্ঘ-ডালা। মহাপুরুষদের জীবনচরিত আমাদের অন্তরে সেই শ্রদ্ধা-ভক্তির কাব্য রচনার প্রেরণা জাগায়। লেফটেন্যান্ট কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ঋষিকূল শিরোমণি শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের জীবনী নিয়ে রচিত ‘চিন্ময় মনীষা অচ্যুতানন্দ’ গ্রন্থ প্রকাশের মাধ্যমে সে কথাই প্রতিমূর্ত হয়ে উঠেছে।
গত শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুরূপা ফাউন্ডেশনের আয়োজনে ‘চিন্ময় মণীষা অচ্যুতানন্দ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকাশনা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি স্থপতি প্রণত মিত্র চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, বাণীর বরপুত্র শ্রী সুদর্শন চক্রবর্তী ও লায়ন ডা. দুলাল দাশ। গ্রন্থের সম্পাদক ও দৈনিক পূর্বদেশ এর সহ-সম্পাদক আবীর চক্রবর্তীর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ঋষিপুত্র লেফটেন্যান্ট কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরী। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স্বপন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












