মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে ‘মুজিববর্ষ আন্তঃক্লাব তর্ক যুদ্ধ’ গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয়েছে। আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও উন্মুক্ত বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন পিইউডিএস’র চিফ মডারেটর ও ব্যবসা-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুলিয়া পারভীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিইউডিএস’র মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লোল সাহা, নিলুফার সুলতানা, সাইফুদ্দিন মুন্না, নুসরাত শারমিন, তানিয়া মাহমুদা তিন্নি, দুহিতা চৌধুরী, ক্লাবের সভাপতি সৌমেন সরকার, সাধারণ সম্পাদক আত্তিহারুল কবির।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিসহ ১২টি দল। আগামী ১৮ মার্চ আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পাশাপাশি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।