বাঁশখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

মুজিব বর্ষের শপথ করি-প্লাষ্টিক দুষণ রোধ করি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা গতকাল সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাঁশখালী বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানার ওসি(তদন্ত)আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. একরামুল করিম, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জসীম উদ্দিন, বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, পরীক্ষিত মোহন দে প্রমুখ। সভায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন কার্যকর করার দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঘরে-বাইরে সবক্ষেত্রে নারীর সাফল্য আছে