পটিয়ায় কাটা হচ্ছে জমির টপ সয়েল

৪ পিকআপ জব্দ, ১৮ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

পটিয়ায় ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে গতকাল ৪টি পিকআপ জব্দ করেছে পুলিশ। উপজেলার আশিয়া, কাশিয়াইশ ও কেলিশহর এলাকা থেকে উক্ত পিকআপ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরআগে হুইপ সামশুল হক চৌধুরী ফসলি জমির মাটি লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমির মাটি কাটার ধুম পড়ে। অনেকে পাহাড়ের টিলা ভুমি কেটে মৎস্য প্রকল্প তৈরি করছে। বিষয়টি স্থানীয়রা প্রশাসনকে জানানোর পরও এতদিন কোন ব্যবস্থা নেয়া হয়নি। একাধিক ট্রাক দিয়ে মাটি কাটার ফলে সরকারি রাস্তা ভেঙে যাচ্ছে বলে স্থানীয়রা জানায়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ফসলি জমির উর্বর মাটি কাটার দায়ে পুলিশ অভিযান চালিয়ে ৪টি পিকআপ জব্দ করে। এ অভিযান চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধএক্সেস রোডে অবৈধ বাজার উচ্ছেদ