পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নে ট্রাক চাপায় দুই শিশু গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের রহমানিয়া দারুল উলুম হাফেজখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো নাজিমুল ইসলাম সাঈদ (৮) ও সিদ্দিকুর রহমান রাহাত (৭)। তারা দুজনই রহমানিয়া দারুল উলুম হাফেজখানার শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
রহমানিয়া মাদ্রাসার পরিচালক কাজী ওয়াহীদুর রহমান জানান, বাড়ি যাবার উদ্দেশ্যে ওই দুই শিশু মাদ্রাসা থেকে বেরিয়েছিল। রাস্তা পার হওয়ার সময় বারবাকিয়া বাজারমুখী একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।