প্রায় তিন হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের এক বান্ধবীসহ তিন জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গ্রেফতারকৃতরা হলো পি কে হালদারের বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই, একই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকালে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, পি কে হালদারের বান্ধবী নাহিদা রুনাইয়ের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে প্রায় ৭০ কোটি টাকা লেনদেন ও প্রায় ২৮ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া বাকি দুজনের বিরুদ্ধে ব্যাংক হিসাবেও বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা পি কে হালদারের হয়ে অর্থপাচারে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা।












