তোমাকেই খুঁজে পাই পিতা

শিউলী নাথ | বুধবার , ১৭ মার্চ, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

তোমাকেই খুঁজে পাই-স্নিগ্ধ সকালের শিশির ভেজা তাজা ঘাসের বুকে, তোমাকেই খুঁজে পাই-তপ্ত দুপুরে ক্লান্তিহীন কৃষকের সতেজ হাসি মুখে। তোমাকেই খুঁজে পাই-পড়ন্ত বিকেলে মেঠোপথে ঘরমুখো রাখালের সুরে, তোমাকেই খুঁজে পাই-সন্ধ্যায় নীড়ে ফেরা ঝাঁকে ঝাঁকে পাখিদের ভীড়ে। তোমাকেই খুঁজে পাই-নিত্যদিনের আনন্দ বেদনা,সুখ দুখ আর মূর্ছনায়, তোমাকেই খুঁজে পাই-জেলে, তাঁতি, মুটে, ছোট বড় আছে যত সমপ্রদায়। তোমাকেই খুঁজে পাই-দিগন্ত বিস্তৃত শ্যামল বাংলার সমগ্র প্রকৃতির মাঝে, তোমাকেই খুঁজে পাই-লাল সবুজের ঐ পতাকার প্রতিটি ভাঁজে ভাঁজে। তোমাকেই খুঁজে পাই-

আমার ভালবাসার পবিত্র মানচিত্রের প্রতিটি পরতে-তোমাকেই খুঁজে পাই-বহু প্রতীক্ষিত স্বাধীন বাংলার আকাশে, বাতাসে, জমিতে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
পরবর্তী নিবন্ধআজ মহামানবের জন্ম দিন