কক্সবাজার শহরের সাগরপাড়ের ‘সুইটহোম’ নামের একটি কটেজ থেকে আবদুল মান্নান নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে।
গলায় তার পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত আবদুল মান্নান কক্সবাজার শহরের বাদশা ঘোনা এলাকার জাকের হোসাইনের পুত্র।
কটেজ কর্তৃপক্ষ জানায়, দুই দিন আগে দুই বন্ধুসহ তিনজন মিলে সুইটহোম কটেজের ৩০২নং কক্ষ ভাড়া নেয় কিন্তু আজ মঙ্গলবার বিকালের দিকে ঐ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল মৃতদেহটি উদ্ধার করে।
এর আগে সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দলও লাশের সুরতহাল পর্যবেক্ষণ করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গীয়াস বলেন, “খবর পেয়ে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। মৃতদেহের গলায় তার পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, সাথে থাকা দুইজন মিলে তাকে গলায় তার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং এরপর তার লাশ খাটের নিচে লুকিয়ে রেখে তারা পালিয়ে যায়। পুলিশ ঐ খুনীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।”