২৭ মার্চ মুক্তিযোদ্ধা জনতার সমাবেশ সফলের প্রস্তুতি

‘একইস্থানে বিএনপির সমাবেশ ডাকা ষড়যন্ত্রের অংশ’

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১২:২০ অপরাহ্ণ

কালুরঘাটস্থ স্বাধীনতা বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চত্বরে আগামী ২৭ মার্চ চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা জনতার সমাবেশের আয়োজন করা হয়েছে। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চত্বরে ২৭ মার্চ সারাদিন ব্যাপী কর্মসূচী ও বিকেলে সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল ১৫ মার্চ সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ চান্দগাঁও থানা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক জরুরি সভা বহদ্দারহাটস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে চান্দগাঁও থানা কমান্ডার মুক্তিযোদ্ধা মো: কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর আহমদ। সভায় বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল বশর, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধা মো: জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মো: আইয়ুব, মুক্তিযোদ্ধা মালেক খান প্রমুখ। সভায় নেতৃবৃন্দ একই স্থানে বিএনপির সমাবেশের কর্মসূচি ঘোষণাকে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা ও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। ইতোমধ্যে উক্ত স্থানে সমাবেশের ব্যাপারে পুলিশ প্রশাসনকে মুক্তিযোদ্ধা সংসদ চান্দগাঁও থানা কমান্ড গত ১১ মার্চ অবহিত করেছে। আমরা মনে করি একই স্থানে ২৭ মার্চ বিএনপি কর্তৃক সমাবেশ আহবান করা স্বাধীনতার ইতিহাস বিকৃতির পূরানো খেলার পাঁয়তারা ছাড়া আর কিছু নয়। আমরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করি। সভায় আগামী ২৭ মার্চ স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফল করার জন্য চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের বীর জনতার প্রতি উদাত্ত্ব আহবান জানিয়েছেন চান্দগাঁও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: কুতুব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা আগেই স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র চত্বরে ২৭ মার্চ সারাদিন কর্মসূচি ঘোষণা করেছি। মুক্তিযোদ্ধাদের এই কর্মসূচিকে বিএনপি বানচালের ষড়যন্ত্র করছে। আমরা বিএনপির স্বাধীনতার ইতিহাস বিকৃতির পূরানো খেলার দাঁতভাঙা জবাব দেবো।

পূর্ববর্তী নিবন্ধ‘বে টার্মিনাল : পাঁচ খালের মুখ বন্ধ হচ্ছে’
পরবর্তী নিবন্ধদুই টন জাটকা জব্দ এতিমখানায় বিতরণ