মীরসরাইয়ের মায়ানী ও গাছবাড়িয়া গ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ৯টি বাড়ি পুড়ে গেছে। স্থানীয়রা জানান, ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি বাড়ি পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, কামাল হোসেন সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের দুই ভাইসহ তিনজন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অপরদিকে এর আগে রোববার রাত ১টায় মায়ানী ইউনিয়নের মনু ভূঁইয়া পাড়া এলাকায় আগুনে ৬টি বাড়ি পুড়ে যায়। স্থানীয়রা জানান, এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, ওই এলাকার ছৈয়দুল হকের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা হলেন শাহ আলম, মো. রবিন, মো. নুরুল ইসলাম, মো. সাদ্দাম, মো. নিজাম ও ছৈয়দুল হক। আগুনে তাদের কিছুই রক্ষা করা যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির নিজামী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাময়িক কিছু সহযোগিতা করেছি। তবে তা খুবই অপ্রতুল। মীরসরাই ফায়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।