বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রামের চার লেখককে সম্মাননা প্রদান

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত চার লেখককে শ্রীমঙ্গলে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার এসকেডি আমার বাড়ির আয়োজনে গোবিন্দাস মিলনায়তনে সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন সুকুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, রাশেদ রউফ ও রহীম শাহ। দুদিন ব্যাপী অনুষ্ঠিত শিশুসাহিত্যিক মিলনমেলার মূল পর্বে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক সজল দাশ। সম্মাননাপ্রাপ্ত লেখকদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও সম্মানী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক অবিনাশ আচার্য ও এসকেডি আমার বাড়ির পরিচালক লেখক সোমা দাশ। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক উৎপলকান্তি বড়ুয়া। অসুস্থতার কারণে সুকুমার বড়ুয়া আসতে না পারায় তাঁর পক্ষে সম্মননা গ্রহণ করেন তিনি।
এর আগে সকালের অধিবেশনে শিশুসাহিত্যিক আহসান মালেকের সভাপতিত্বে বাংলাদেশের শিশুসাহিত্যের গতিপ্রকৃতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন লেখক অবিনাশ আচার্য।
প্রথম দিন অনুষ্ঠিত হয় স্বরচিত ছড়া ও কবিতা পাঠ এবং আবৃত্তি। লেখক সোমা দাশের সভাপতিত্বে লেখা পাঠে অংশ নেন লেখক বিপুল বড়ুয়া, অরুণ শীল, জসীম মেহবুব, কেশব জিপসী, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, রমজান মাহমুদ, শিবুকান্তি দাশ, অমিত বড়ুয়া, মিলন বনিক, লিটন কুমার চৌধুরী, সুপ্রতিম বড়ুয়া, ইসমাইল জসীম, মিজানুর রহমান শামীম, মালেক মাহমুদ, সনজিত দে, আখতারুল ইসলাম, সুরভি কান্তা, শারুদ নিজাম, ইমন শাহ, মহসিন কবির, পৃত্থিশ চৌধুরী ও সংবর্ধিত লেখকবৃন্দ। আবৃত্তিতে অংশ নেন আয়েশা হক শিমু ও দেবাশীষ চৌধুরী রাজা।
অনুষ্ঠানের শেষ দিনে ছিল সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত, আবৃত্তি ও নৃত্যে অংশ নেন শ্রীমঙ্গলের গুণী শিল্পীরা। এ উপলক্ষে একফর্মা ছড়াপত্রের বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিক ফেডারেশনের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের সভা