বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের এক আলোচনা সভা গত ১৩ মার্চ কাজী শামসুল আলমের সভাপতিত্বে দেওয়ানহাটস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি এস কে খোদা তোতন। তিনি বলেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে শ্রমিকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই রেশন কার্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সভায় কাজী শামসুল আলমকে আহ্বায়ক, মো. জসিম উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক, মো. মোশাররফ হোসেন খানকে সদস্য সচিব, মো. খায়রুজ্জামান ঝুনুকে যুগ্ম সদস্য সচিব ও মো. সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।